কম্পিউটার Automatic Restart কেন নেই?
বিভিন্ন কারণে PC Automatic Restart। তবে এটির সুনির্দিষ্ট কয়েকটি কারণ ও সহজ সমাধান আমি আজকের পোস্টের মাধ্যমে শেয়ার করব। বেশ কয়েকটি কারণ আছে যেগুলোর কারণে computer automatic restart নেয়।
র্যাম (Ram)
কম্পিউটার চলার জন্য যে র্যামের প্রয়োজন হয় সেটি অনেক সময় গরম হয়ে এর সাথেকার পিনের উপর কালো রঙের আস্তরণ পড়ে। যার কারণে computer চলতে চলতে Auto shutdown হয়ে যায়।
কম্পিউটার অধিক পরিমাণে গরম (Computer Heat problem)
কম্পিউটার চলার সময় এর প্রসেসর কাজ করে। প্রসেসর অনেক হিট উৎপাদন করে। সেজন্য প্রসেসরের উপর একটি ফ্যান লাগানো থাকে যেন তাপমাত্রা ঠিক থাকে। ফ্যান কাজ না করলে computer auto restart হয়।
বিভিন্ন লুজ পয়েন্টের কারণে
অনেক সময় যখন পিসির বিভিন্ন কেবল ম্যানেজমেন্টের কাজ করা হয় তখন কোন কেবল যদি লুজ থাকে তাহলে Pc auto Restart নিতে পারে।
থার্মাল পেস্ট শুকিয়ে যাও
থার্মাল পেস্ট হলো, প্রসেসর আর তার উপরে লাগানো ফ্যানের সাথের যে হিটসিংক থাকে এই দুইয়ের মাঝখানে লাগানো থাকে যেন তাপ পরিবাহক হিসেবে সহায়ক হয়।
অনেক সময় আমারা খেয়াল করি না যা কত দিন আগে আমরা ত্থার্মাল পেস্ট লাগিয়েছি। ফলে পিসি গরম হয়ে যায়।
পিসি রিস্টার্ট সমস্যার সমাধান(Pc Restart Problem solution)
Ram এর সমস্যা সমাধানের জন্য র্যাম খুলে এর যে সোনালী রঙের পয়েন্ট গুলো বা দাত গুলো আছে সেগুলো ইরেজার (পেন্সিলের দাগ তোলা রাবার) দিয়ে আলতো করে ঘষে পরিষ্কার করে নিতে হবে।
গরম হয়ে যাওয়ার কারণে computer Auto restart নেয়। ফলে গুরুত্বপূর্ণ কাজ গুলো হঠাৎ করেই হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায়। এর থেকে বাচার উপায় হলো পিসিকে ঠাণ্ডা রাখা, ঠাণ্ডা রাখার যে ফ্যান প্রসেসর এর উপর লাগানো থাকে তা অনেক সময় কম ঘুরে। কম তখন যখন এর সাথে যে হিটসিংক থাকে তাতে ধুলা জমে। এই ধুলা পরিষ্কার করে দিলেই ফ্যান আবার ঠিকঠাক কাজ করবে। তবে এর পরে যদি হিট মা কমে তাহলে বুঝতে হবে ফ্যানের গতি কমে গেছে নষ্ট হয়ে। তখন আবার এই ফ্যান পরিবর্তন করতে হবে।
পিসির সেটাপ করার সময় অনেক কেবল লাগাতে হয়।এর মধ্যে অনেক সময় কোন কেবল বিশেষ করে যদি হার্ড্ড্রাইভ থেকে মাদারবোর্ড এর সাটা কেবল লুজ থাকে তাহলে এমন সমস্যা হতে পারে। সে জন্য কেবল ভালো করে লাগানো জরুরি।
প্রসেসর আর ফ্যানের মধ্যেকার হিটসিংকের নিচের যে আঠালো থার্মাল পেস্ট থাকে তা ৩/৪ মাস অন্তর অন্তর পরিবর্তন করা জরুরি। অবশ্য ভালো মানের থার্মাল পেস্ট লাগানো উচিত।
এগুলো বাদেও অনেক সময় পিসির অনেক হার্ডওয়্যার সমস্যার কারণে অটোরিস্টার্ট হতে পারে তখম পিসি সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়ায় ভালো।
